শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ

0
47
শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, জলকামান নিক্ষেপ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করা প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এসময় পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা যায়। তবে কিছুক্ষণ পর শিক্ষকদের আবার শাহবাগ মোড়ে জড়ো হতে দেখা গেছে।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জাদুঘরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে।

এর আগে, দুপুর ১টা ২০ মিনিটের দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের শিক্ষকরা। এসময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করেন হাইকোর্ট। আদালত মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশও দেন।

এর আগে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ নভেম্বর হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আদেশে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করা হয়। ফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ প্রার্থীর নিয়োগ আটকে যায়। বৃহস্পতিবার সেই রুলের ওপর রায় দেয়া হয়।

এ অবস্থায় সোমবার দুপুরের দিকে নিয়োগ নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নেন চাকরিপ্রত্যাশীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.