ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ছেড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাত পৌনে ৯টার দিকে তারা এ অবস্থান নিতে শুরু করে।
এর ঘণ্টাখানেক আগে দলটিকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারকে এক ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তখন তিনি এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না এলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির ঘোষণা দেন।
তবে এই সময়ের মধ্যে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা না আসায় রাত পৌনে ৯টার দিকে হাসনাত আবদুল্লাহ জানান, যেহেতু আগের দেয়া সময়সীমার মধ্যে সরকারের ঘোষণা আসেনি, তাই শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ে এখন অবস্থান নেবেন তারা।
তারপরেই আন্দোলনকারীরা শাহবাগ ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা দেয়। তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে।