শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব করলেন জি এম কাদের

0
40
মুজিবুল হক চুন্নু ও ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারী

সাবেক সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীকে দলের মহাসচিব নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। জাপার সম্মেলন ঘিরে দলের নেতাদের দুটি পক্ষের চলা উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত জানালেন তিনি।

আজ সোমবার জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বার্তাটি পাঠিয়েছেন।

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের দুটি অংশের মধ্যে একধরনের উত্তেজনা চলছে। গত মাসে দলের সম্মেলনের ঘোষণাকে ঘিরে বিষয়টি অনেকটা প্রকাশ্যে চলে আসে। সেই উত্তেজনার মধ্যেই জি এম কাদের দলের মহাসচিব পদে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিলেন।

গত ২৮ জুন বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পার্টির সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনের জন্য মিলনায়তন না পাওয়ার কথা উল্লেখ করে ১৬ জুন জি এম কাদের সম্মেলন স্থগিত করেন। কিন্তু দলের দুই কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ আগের ঘোষিত তারিখেই সম্মেলন করার ঘোষণা দেন। যদিও পরে তাঁরা সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ পাওয়া শামীম হায়দার পাটোয়ারী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ২০১৮ সালের মার্চে গাইবান্ধা–১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান তিনি।

শামীম হায়দার পাটোয়ারী একসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

এত দিন জাতীয় পার্টির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন আরেক সাবেক সংসদ সদস্য মুজিবুল হক (চুন্নু)। ২০২১ সালের ২ অক্টোবর দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা যান। এরপর ৯ অক্টোবর সেই পদে মুজিবুল হককে নিয়োগ দিয়েছিলেন জি এম কাদের।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.