![Screenshot 2025-02-06 151755](https://dailyprovatalo.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-06-151755-696x463.png)
ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের রাস্তায়ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শহীদ পরিবারের স্বজনেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। এ সময় তাঁরা বিভিন্ন দাবি জানান।
![](https://dailyprovatalo.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-06-151942.png)
অবরোধের আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান ও সমাবেশ করেন শহীদ পরিবারের স্বজনেরা।
সেই সমাবেশে মিরপুর ১০ নম্বরে গণ-অভ্যুত্থানে শহীদ হাসান আলভীর বাবা আবুল হাসান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।
মিরপুর ১০ নম্বরে শহীদ সিফাত হোসেনের বাবা মো. কামাল হাওলাদার বলেন, বিচারের নামে রঙ্গমঞ্চ তৈরি করে রাখা হয়েছে। আসামি গ্রেপ্তার করে না।
![](https://dailyprovatalo.com/wp-content/uploads/2025/02/Screenshot-2025-02-06-152007.png)
শহীদ পরিবারের স্বজনদের দাবিগুলো হলো:
১. প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার ১০ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে।
২. শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
৩. শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৪. শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে।
৫. শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে।