লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

0
8
লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। এবার লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিতও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। চুক্তিটি দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তার জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

লেবাননে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সংঘাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক লোকজন। এবার লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল।

সোমবার (২৫ নভেম্বর) এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিতও করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

চুক্তিটি দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তার জবাবে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.