লা লিগায় অভিষেক মৌসুমে মেসি-রোনালদোর চেয়েও এগিয়ে এমবাপ্পে

0
7
কিলিয়ান এমবাপ্পে

সাত দশকের পুরোনো রেকর্ড ভাঙলেন কিলিয়ান এমবাপ্পে। বুধবার (১৪ মে) মায়োর্কার বিপক্ষে গোল করে ছাপিয়ে গেছেন ১৯৫৩-৫৪ মৌসুমে ২৭ গোল করা আলফ্রেডো ডি স্টিফানোকে। লা লিগায় অভিষেক মৌসুমেই এখন পর্যন্ত ২৮ গোল করেছেন এই ফরাসি তারকা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে মোট ৪০ গোল করেছেন এই ফরোয়ার্ড। সুযোগ আছে মৌসুমের বাকি অংশে আরও গোল করে ইতিহাস গড়ার।

অনেকেই বলছেন রিয়ালের মত খারাপ মৌসুম কাটিয়েছেন ফ্রেঞ্চ রোয়ার্ড এমবাপ্পেও। কিন্তু হিসাব করলে দেখা যায়, সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ডজনেরও অধিক গোল করেছেন এই ফরাসি তারকা। আগে যা পারেননি হালের রোনালদো, করিম বেনজেমা, রুদ ফান নিস্তেলরুই।

মায়োর্কা ম্যাচ ছাপিয়ে সবার চোখ ছিলো কেবল কিলিয়ান এমবাপ্পের দিকেই। রিয়ালে যোগ দেয়ার পর থেকেই একের পর এক গোল করে যাচ্ছেন এই ফরোয়ার্ড। মায়োর্কার বিপক্ষে ভাঙলেন ৭২ বছর পুরোনো এক রেকর্ড। লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো কারোরই নেই এই অর্জন।

এদিকে গত ৫ মৌসুমের পরিসংখ্যান বলছে , এমবাপ্পে মানেই গোল আর রেকর্ড। ২০২০-২১ মৌসুমে ৪২ গোল করেছিলেন তিনি। ২০২১-২২ মৌসুমে ৩৯, ২০২২-২৩ এ ৪১ এবং ২০২৩-২৪ এ ৪৪ গোল আসে তার পা থেকে। এখন দেখার বিষয় চলতি মৌসুমের বাকি ম্যাচগুলোতে আরও গোল করে ইতিহাস লিখতে পারেন কিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.