বৈশ্বিক টি২০ লিগ থেকে প্রায় ডাক পড়ে তাসকিন আহমেদের। কিন্তু প্রতিবারই না করে দিতে হয় তাঁকে। এবারও তাই করতে হচ্ছে। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলা হচ্ছে না তাঁর। বিসিবি ছাড়পত্র দিচ্ছে না টাইগার ফাস্ট বোলারকে।
তাসকিনকে আটকে দিলেও পেসার শরিফুল ইসলাম, ব্যাটার তাওহিদ হৃদয়, অলরাউন্ডার সাকিব আল হাসান ঠিকই খেলবেন এলপিএলে। এই সিদ্ধান্ত মূলত জাতীয় দল ম্যানেজমেন্টের।
একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতির কারণ জানতে চাওয়া হলে বিসিবির একজন কর্মকর্তা বলেন, ‘তাসকিন কিছুটা ইনজুরিপ্রবণ। অন্যদিকে সে আমাদের সেরা পেস বোলার। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য ফিট থাকতে হবে তাঁকে। জাতীয় দলের সিরিজ শেষ করে খেলতে গেছে জিম আফ্রো টি১০ লিগে। ওখান থেকে শ্রীলঙ্কায় টি২০ টুর্নামেন্ট খেললে লোড বেশি পড়ে যেতে পারে। এসব বিবেচনা করে টিম ম্যানেজমেন্ট তাসকিনকে ছাড়পত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
শরিফুল ইসলাম পেস বোলার হলেও লঙ্কান লিগে কলম্বো দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাঁকে এলপিএলে খেলার অনুমতি দিতে বলেছেন। কারণ হলো শরিফুল গত বছর জাতীয় দলের সব ম্যাচ খেলেননি। তাঁর ওয়ার্ক লোড কম হওয়ায় তিনি খেলতে পারবেন।
সেখানে তাসকিন টানা খেলার ভেতরে থাকায় শরীরে চাপ বেশি পড়েছে। ডানহাতি এ পেসারের ফিট থাকার স্বার্থেই বিশ্রামে রাখা হবে। ফলে বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগে অভিষেক করা হলো না তাসকিনের।