চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ২৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে দুই ইংলিশ ওপেনার ঝড়ো শুরু করেন। ওই ঝড় থামিয়েছেন সাকিব।
ইংল্যান্ড ৯ ওভারে ১ উইকেট না হারিয়ে ৫৪ রান তুলেছে। জেসন রয় ১৮ রানে খেলছেন। তার সঙ্গী ডেভিড মালান। ফিল সল্ট ৩৫ রানে আউট হয়েছেন।
সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ১৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে শান্ত-মুশফিক ও সাকিবের ব্যাটে ভর করে আড়াইশ’ ছোঁয়া পুঁজি পেয়েছে টাইগাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেছেন সাকিব, দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান মুশফিকের। নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন।
ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন জোফরা আর্চার। দুটি করে উইকেট নিয়েছেন স্যাম কারেন ও আদিল রশিদ। একটি করে উইকেট পেয়েছেন রেহান আহমেদ ও ক্রিস ওকস।