সুপার এইটের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্তই কাল হয়ে দাঁড়িয়েছে অজিদের সামনে। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে ভারতীয় ব্যাটাররা। ৪১ বলে ৯২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। তার বিধ্বংসী এই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে ২০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে ভারত।
সোমবার (২৪ জুন) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোহলি (০) আউট হলেও তাণ্ডব শুরু করে ওপেনার রোহিত শর্মা। ১৯ বলে ফিফটি তুলে নেন এই ডানহাতি ব্যাটার। রোহিতের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে ৬০ রান তোলে ভারত।
১৪ বলে ১৫ রান করে তাকে সঙ্গ দেন ঋষভ পান্থ। তবে ব্যাট চালিয়ে সেঞ্চুরি দ্বারপ্রান্ত চলে যান রোহিত। কিন্তু ৮ রানের আক্ষেপ নিয়ে স্টার্কে শিকার হন এই ভারতীয় ওপেনার। ৪২ বলে ৯২ রান করেন তিনি।
এরপর পিচে এসে দ্রুত রান তুলতে থাকেন আরেক মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৬ বলে ৩১ রান করে ফেরেন টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার। এরপর শিভাম ডুবেকে সঙ্গ নিয়ে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন হার্দিক পান্ডিয়া।
শেষ দিকে শিভাম ডুবে ২২ বলে ২৮ রান করে আউট হলেও হার্দিক পান্ডিয়ার ১৭ বলের অপরাজিত ২৭ রানের ইনিংসে ভর করে পাঁচ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় পুঁজি পায় ভারত।
অস্ট্রেলিয়া হয়ে মিচেল স্টার্ক এবং মার্কাস স্টোইনিস দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন জস হ্যাজলউড। #explore #everyone #ক্রিকেট #বিশ্বকাপ #টিটোয়েন্টি