রোহিঙ্গা শিবিরে গুলিতে নারী নিহত, আহত দুই

0
166
ফাইল ছবি

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গুলিতে জমিলা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। এছাড়া, গুলিতে আহত হয়েছেন আরও দুই নারী। সোমবার ভোরে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকে এ ঘটনা ঘটে।

জমিলা বেগম টেকনাফের নয়াপাড়া মৌচনি রোহিঙ্গা ক্যাম্পের মো. হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ অন্য দুইজন হলেন, মনিরা (৪৫) ও নুর ফাতেমা (২৬)। তারা একই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘ক্যাম্পের ডাকাত দল সালমান শাহ গ্রুপের ১০-১৫ জন অস্ত্রধারী নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের মাঝি মনিরার (৪৫) ঘরে হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে জমিলা বেগম (৩০) মারা যান। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে, অবস্থা অবনতি দেখে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।’

তিনি জানান, ক্যাম্পে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলাকারীদের ধরতে অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.