কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার থেকে শুক্রবার সকাল পর্যন্ত উখিয়ার ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উখিয়ার ক্যাম্প-২ ইস্ট এর সাব ব্লক বি/ডাব্লিউ এর মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. জোবায়ের (২০), ক্যাম্প-৬ এর সাব ব্লক ডি/৮ এর মৃত কামাল হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৫), ক্যাম্প ৫ এলাকার ডি/৮ ব্লকের জোবায়ের আহমেদের মেয়ে মোসাম্মদ বিবি (১৬) এবং একই এলাকার মৃত সালেহ আহমেদের স্ত্রী জামিলা বেগম (৪৮)।
শুক্রবার এসব তথ্য জানান এফডিএমএন-এর ডিআইজি মো. জামিল হাসান।
ডিআইজি মো. জামিল হাসান জানান, আরসা নেতা ছমিউদ্দিনসহ ১০-১৫ জন ক্যাম্প-৭ এ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তারা পুলিশের উপস্থিতি টের পায়। তখন পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি করতে থাকলে আরসা নেতারা পালিয়ে যায়। এ সময় তাদের এক সদস্য গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে ক্যাম্প-৫ ও ৬ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে শুক্রবার সকাল ৭টার দিকে ক্যাম্প-৫ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল তল্লাশি করে ৪টি শুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি, ২৭টি পিস্তলের গুলি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগাজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে আটক ব্যক্তিসহ উদ্ধার করা অস্ত্র-গুলি থানায় হস্তান্তর করা হয়।