রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতি

0
24
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ক্যাম্প

রোহিঙ্গা সংকটের আট বছর নিয়ে কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির বিষয়টি উল্লেখ করা হয়।

এতে বলা হয়, বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এছাড়া বড় সংখ্যার নতুন আগমনকারীরাও ইতোমধ্যে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের ঘরে ফিরতে চায়

বিবৃতিতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। বলা হয়, আট বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে।

কূটনৈতিক মিশনগুলোর যৌথ বিবৃতি

কূটনৈতিক মিশনগুলো এ সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় বিবৃতিতে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.