ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইউরো বাছাইয়ে স্লোভাকিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ম্যাচের অপর গোলটি করেছেন রামোস। স্লোভাকিয়ার পক্ষে গোল করেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।
ম্যাচের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই করে দু-দল। ১৮ মিনিটেই পর্তুগালকে লিড এনে দেয় রামোস। ফার্নান্দেজের ক্রস থেকে হেডে গোলরক্ষককে কাবু করেন রামোস। ম্যাচের ২৯ মিনিটে পেনাল্টি থেকে দলের স্কোর দ্বিগুণ করেন সিআরসেভেন। এতে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল।
দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোড়, ৬৯ মিনিটে স্লোভাকিয়ার ডিফেন্ডার হ্যানকো ব্যবধান কমিয়ে ২-১ করেন। কয়েক মিনিটের মধ্যেই নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান রোনালদো। ব্রুনোর বাড়ানো বলে ডান পায়ের ছোঁয়ায় জোড়া গোলের খাতায় নাম লেখান তিনি। ৮০ মিনিটে লোবোটকার গোলে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনে স্লোভাকিয়া। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি করতে ব্যর্থ হয় দলটি। আর তাতে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল।
‘জে’ গ্রুপে প্রথম সাত ম্যাচের সবকটি জিতে তিন ম্যাচ হাতে রেখেই ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিল দলটি।