রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান নিহত

0
77
মায়ের সঙ্গে ফারহান। ছবি-সংগৃহীত

রাজধানীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ফারহান ফাইয়াজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে।

এ বিষয়ে সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। এখনও আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ধানমন্ডি ২৭ নম্বর সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সেই সময় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.