রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পেছাচ্ছে

0
189
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে আসার কথা ছিল আগামী বছরের ডিসেম্বরে। তবে এক বছর পিছিয়ে ২০২৪ সালের মাঝামাঝি অথবা শেষ দিকে বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসতে পারে।

আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সার্বিকভাবে কাজের অগ্রগতি খুবই সন্তোষজনক। করোনাকালে দুই বছরের মতো কাজে ব্যাঘাত ঘটেছে। তবে সেটা পুষিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে।

এ সময় তিনি জানান, এ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ পেতে ২০২৪ সালের মাঝামাঝি বা ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের অবরোধের প্রেক্ষাপটে কাজে ব্যাঘাত ঘটবে কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, কোনো ব্যাঘাত ঘটবে না। এই বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ২০০ মেগাওয়াটের প্রথম ইউনিটের কাজ ৮৭ শতাংশ শেষ হয়েছে।

২০২৩ সালের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিটের কাজ শেষ হওয়া এবং এটি উৎপাদনের আসার কথা ছিল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.