রাশিয়ার দক্ষিণাঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে মস্কো। তারা বলেছে, সোমবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করলেও সেটার ধ্বংসাবশেষে ওই তিনজনের মৃত্যু হয়। খবর বিবিসির
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের শব্দ এবং বিমান হামলাজনিত সতর্কসংকেত শোনা গেছে। সারাতোভ অঞ্চলের গভর্নর বলেছেন, অ্যাঙ্গেলস শহরের বাসিন্দারা এখন হুমকিমুক্ত আছেন।
বিমানঘাঁটিটির অবস্থান ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ৫ ডিসেম্বর ওই বিমানঘাঁটি এবং রিয়াজান অঞ্চলের আরও একটি বিমানঘাঁটিতে একই ধরনের হামলা হয়েছিল। তখনও ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তিনজন নিহত হন। দুটি বিমান হালকা ক্ষতিগ্রস্ত হয়।
তবে এসব হামলা নিয়ে ইউক্রেনীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।