রাশিয়ার একটি গ্রামে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী ব্রায়ানস্ক ওবলাস্ট এলাকায় স্থানীয় সময় শনিবার রাতে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।
আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্রায়ানস্ক ওবলাস্টের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ জানান, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সীমান্তবর্তী সুজেমকা গ্রামে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের এই হামলার ফলে দুর্ভাগ্যজনকভাবে দু’জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আলেকজান্ডার বোগোমাজ আরও জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলার একটি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও দুটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ইউক্রেনের এই পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবর এলো।
এর আগে রাশিয়া বিভিন্ন সময়ে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অভিযোগ তুললেও প্রতিবারই এ ধরনের ঘটনায় সম্পৃক্ততার কথা অস্বীকার করে ইউক্রেন।