রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইলেকট্রিক কার (ই-কার) চালু হয়েছে। এতে পাঁচ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
বুধবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসব গাড়ি চালু করা হয়।
উদ্বোধনকালে সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ই-কার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করবে এবং অনেকটা অর্থকষ্টও দূর করবে। আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। সামনে মেধাবৃত্তিও প্রদান করা হবে।
অ্যালামনাইয়ের উদ্যোগে প্রাথমিকভাবে পাঁচটি ই-কার চালু হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ধাপে বিনোদপুর, কাজলা গেটসহ প্রশাসন ভবনের সামনে থেকে ছাত্র ও ছাত্রী হল এবং অ্যাকাডেমিক ভবন রুটে চলবে এসব গাড়ি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, অনেক চড়াই–উতরাই পেরিয়ে একটি অ্যালামনাই কমিটি হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের উন্নয়নে তাদের কল্যাণমূলক কাজ চলমান থাকবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন (প্রশাসন) ও অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) সহ রাকসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















