রাফায় ইসরায়েলের বোমা হামলায় পুড়ল আশ্রয়শিবির, নিহত ৪০

0
56
ইসরায়েলি বোমা হামলার পর আগুন জ্বলছে ফিলিস্তিনের তাল আস-সুলতান এলাকার উদ্বাস্তু শিবিরে, ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকায় একটি আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বোমা হামলার পর আগুনে ওই শিবিরের তাঁবুগুলো পুড়ে গেছে। ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, এ সময় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক মুখপাত্র তাল আস-সুলতানে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন। সংবাদমাধ্যম ওয়াফাকে তিনি বলেন, এই হামলা ইসরায়েলের ‘সীমা অতিক্রমকারী হত্যাযজ্ঞ’।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৪০ ছুঁয়েছে। এ ছাড়া ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) বরাতে আরও বলা হয়েছে,আশ্রয়শিবিরের তাঁবুর ভেতর অনেক মানুষকে ‘জীবন্ত পুড়িয়ে মারা’ হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় জাবালিয়া, নুসেইরাত ও গাজা নগরীতে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.