রাতের আধারে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে বিষ্ময়কর বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার (১০ মে) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
এ সময়, তিনি বলেন, আবদুল হামিদের বিদেশে চলে যাওয়ার পেছনে সরকারের কেউ না কেউ অবশ্যই জড়িত। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার বা দলটির নেতাকর্মীদের বিচার কোন প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয়। যেহেতু গণহত্যা হয়েছে, গুম খুন হয়েছে তার দৃশ্যমান বিচার করতে হবে , কারণ, এটা মানবাধিকারের লঙ্ঘন।
গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক ও রাজনৈতিক ন্যায্যতা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করতে এই বিচার হওয়া অত্যন্ত জরুরী বলেও মন্তব্য করেন সাইফুল হক।