রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মো. রাতুল কাজী (১৭)। একই দুর্ঘটনায় জয় নামের রাতুলের এক বন্ধু আহত হয়েছে।
পরিবারের সঙ্গে খিলক্ষেত এলাকায় থাকত রাতুল। তার বাবার নাম সুমন কাজী। তিনি পেশায় নিরাপত্তাকর্মী। দুই ভাই ও দুই বোনের মধ্যে রাতুল ছিল তৃতীয়।
রাতুলের বড় বোন শামীমা আক্তার জানান, তাঁর ভাই (রাতুল) দুই মাস ধরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছিল। গতকাল কাজ শেষে সে বাসায় ফেরে। পরে রাতের বেলা বন্ধু জয়ের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিল রাতুল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জয়।
রাতুল পেছনে বসে ছিল। একপর্যায়ে জয় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারায়। এতে দুজন মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে। দুজনই আহত হয়। পরে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
শামীমা আক্তার আরও জানান, অবস্থার অবনতি হলে রাতুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আজ সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলাম বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতুলের মরদেহ হস্তান্তর করা হয়েছে।