কোপা ইতালিয়া কাপের ফাইনালে বোলোনিয়ার বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। বুধবার (১৪ মে) বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দিবাগত রাত একটায়। ম্যাচটি অনুষ্ঠিত হবে রোমের অলিম্পিক স্টেডিয়ামে।
সিরি-এ’তে দুই দলের শেষ দেখায় ৩-১ এর জয় পায় এসি মিলান। সেমিফাইনালে ইন্টার মিলানকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে এসি মিলান।
বিপরীতে এম্পোলিকে দুই লেগ মিলিয়ে ৫-১ এ হারিয়ে ফাইনালে উঠে এসে বোলোনিয়া। এবারের সিরি-এ’তে ৩৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সাতে বোলোনিয়া ও সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে আটে অবস্থান ছিলো এসি মিলানের।