রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ জন গ্রেপ্তার

0
13
রাজধানীতে ঝটিকা মিছিলের সময় ব্যানারসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের আটক করে পুলিশ, ছবি: ডিএমপির সৌজন্যে

রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় তাঁদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

আজ ‎বুধবার বিকেলে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনছবি: ডিএমপির সৌ্জন্যে

এস এন নজরুল ইসলাম বলেন, ঝটিকা মিছিল চলাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর উত্তরা, ফার্মগেট, তেজগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ থেকে এসেছেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। ডিএমপির সরবরাহ করা এই ছবির ক্যাপশনে প্রথমে আওয়ামী লীগের ঝটিকা মিছিল লেখা হয়েছিল। ডিএমপি থেকে বিষয়টি জানানোর পর ক্যাপশনটি সংশোধন করা হলো। এ বিষয়ে হোয়াটসঅ্যাপে ডিএমপি জানিয়েছে, আজকের ঝটিকা মিছিলের ব্রিফিংয়ের ছবির সাথে ভুলবশত তিনটি অন্য ছবি আপলোড হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে
আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে আজ বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় মিছিল করেন বিএনপির নেতা–কর্মীরা। ডিএমপির সরবরাহ করা এই ছবির ক্যাপশনে প্রথমে আওয়ামী লীগের ঝটিকা মিছিল লেখা হয়েছিল। ডিএমপি থেকে বিষয়টি জানানোর পর ক্যাপশনটি সংশোধন করা হলো। এ বিষয়ে হোয়াটসঅ্যাপে ডিএমপি জানিয়েছে, আজকের ঝটিকা মিছিলের ব্রিফিংয়ের ছবির সাথে ভুলবশত তিনটি অন্য ছবি আপলোড হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে

নজরুল ইসলাম আরও ‎বলেন, এর আগে ডিএমপির ধারাবাহিক অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পাঁচ শতাধিক নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তাঁরা সংগঠিত হচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.