রাঙ্গামাটির ৪ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

0
74
রাঙ্গামাটি সদরে অন্নসাধান চাকমা, কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী, জুরাছড়ি উপজেলায় জ্ঞানেন্দু বিকাশ চাকমা ও বরকল উপজেলায় বিধান চাকমা।
ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে রাঙ্গামাটির ৪ উপজেলায় বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত রাঙ্গামাটি সদরে অন্নসাধান চাকমা, কাউখালী উপজেলায় শামসুদ্দোহা চৌধুরী, বরকল উপজেলায় বিধান চাকমা ও জুরাছড়ি উপজেলায় জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উপজেলা নির্বাচনে প্রথম ধাপের রাঙ্গামাটি ৪ টি উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে।
 
বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে কোন প্রকার বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ। প্রথম ধাপে রাঙ্গামাটি সদর, বরকল, জুরাছড়ি এবং কাউখালীতে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৪ উপজেলায় ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
এর মধ্যে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেএসএস সমর্থিত প্রার্থী অন্নসাধন চাকমা দোয়াত কলম মার্কায় ১৪ হাজার ৮৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব চাকমা উট মার্কায় পেয়েছেন ১০ হাজার ২৯ ভোট।
 
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ কুসুম চাকমা ১১ হাজার ৪৫০ ভোট পেয়েছেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দয়াময় চাকমা পেয়েছেন ৫ হাজার ১১৮ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা ২০ হাজার ৭৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী নাসরিন ইসলাম পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট।
 
কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো. শামসুদ্দোহা চৌধুরী আনারস মার্কায় ২৩ হাজার ৬৯৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মংসুইউ চৌধুরী ঘোড়া মার্কায় পেয়েছেন ১১ হাজার ৬২৮ ভোট।
 
কাউখালী মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন নিংবাইউ মারমা ভোট পেয়েছে ২১ হাজার ৫৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী কৃপা চাকমা পেয়েছে ১৩ হাজার ২৬৮ ভোট।
 
বরকল উপজেলা পরিষদ নির্বাচনে জেএসএস সমর্থিত প্রার্থী বিধান চাকমা দোয়াত কলম মার্কায় ১১ হাজার ৩২৮ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সন্তোষ বিকাশ চাকমা আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৭৭৭ ভোট পেয়েছেন। তবে সন্তোষ কুমার চাকমা বরকল উপজেলায় পুণ ভোট দাবী করেছেন।
 
বরকলে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জ্ঞানজ্যোতি চাকমা, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন সুচরিত চাকমা।
 
জুরাছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী জ্ঞানেন্দু বিকাশ চাকমা আনারস মার্কায় ৪ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধি জেএসএস সমর্থিত প্রার্থী প্রার্থী সুরেশ চাকমা দোয়াত কলম মার্কায় পেয়েছে ৩ হাজার ৪৩০ ভোট।
 
জুরাছড়ি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে নির্বাাচিত হয়েছেন কামিনী রঞ্জন চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন অনিতা দেবী চাকমা।
 
অন্যদিকে বিকালে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে পার্বত্যঞ্চলের আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর বিরুদ্ধে ভোট প্রদানে বাধা সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বরকল উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা। এছাড়া জুরাছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত সুরেশ কান্তি চাকমা আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.