
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ আর কিছুক্ষণ পরেই শুরু হওয়ার কথা।
ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের ছোট-বড় সব ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পুলিশের উপস্থিতি দেখা গেছে।
এই ফটক দিয়ে সকালেই পরিচয়পত্র দেখিয়ে ঢুকছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন। তিনি বলেন, সকাল সকাল ভোট দিতে চান। তাই আগেই যাচ্ছেন।
সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের ৮টি প্রশাসনিক ভবন এবং একটি গেস্টহাউজের মোট ১৭টি কেন্দ্রে ভোট চলবে। মোট বুথ ৯৯০টি।