যুবদল নেতা হত্যায় ডিবির সেই কনক গ্রেপ্তার

0
12
পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনক
নারায়ণগঞ্জে বিএনপির কর্মসূচিতে গুলি চালিয়ে যুবদল নেতা শাওন হত্যায় তৎকালীন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঢাকা এয়ারপোর্টের ১৩ এপিবিএন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি কনক। আসামিকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
 
এর আগে, ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকা থেকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের দুই নল রেলগেট এলাকায় র‍্যালিতে বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে চায়নিজ রাইফেলের গুলিতে যুবদলের নেতা শাওন নিহত হন।
 
এরপর ঘটনাস্থলে উপস্থিত অনেকেই কনককে চাইনিজ রাইফেল হাতে গুলি চালাতে দেখেছেন বলে অভিযোগ করেছিলেন। সে সময় গুলি করার বেশ কয়েকটি ছবিও সেসময় গণমাধ্যমে এসেছিল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.