ইউক্রেন যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও অর্থনীতিতে অনিশ্চয়তা কাটেনি। পুরো বিশ্ব অর্থনীতিতেই দেখা দিয়েছে নানা সংকট। এর মধ্যেও খোদ ইউক্রেনেই জিডিপি বেড়েছে।
দেশটির অর্থমন্ত্রী বলেছেন, ইউক্রেন তার অর্থনীতি পুনরুদ্ধারে ঝলক দেখিয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসেই দেশটির দেশজ উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খবর আল-জাজিরার
এক বিবৃতিতে দেশটির অর্থমন্ত্রী বলেন, ২০২২ সালে রাশিয়া রাশিয়া যখন ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করেছিল তখন আমাদের অর্থনীতিতে ধস নামে। এরপর অনেক কষ্টে ইউক্রেন ধীরে ধীরে তাদের অর্থনীতি পুনরুদ্ধার করতে শুরু করে। চলতি বছরের প্রথম সাত মাসে ইউক্রেনের মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।