যুদ্ধবিরতির আগমুহূর্তেও চলছে ইসরায়েলি তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১১৭

0
4

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সময়সীমার আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেলআবিব। গত বুধবার হামাস-ইসরায়েল চুক্তির পর শনিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে।

জানা গেছে, এখনও খান ইউনিসে ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদি বাহিনী। দূর থেকেও দীর্ঘসময় কালো ধোঁয়া দেখা গেছে অঞ্চলটিতে। কাছাকাছি আল মাওয়াসিতে আশ্রিতদের তাবু লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে নেতানিয়াহুর সেনারা। এতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের।

চুক্তির পরও হামলা চালিয়ে যাওয়ায় যুদ্ধবিরতি নিয়ে শঙ্কায় অনেক ফিলিস্তিনি। এ বিষয়ে প্রশ্ন করলে মধ্যস্থতাকারী দলের এক মার্কিন প্রতিনিধি জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর হয়নি। তাই অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

উল্লেখ্য, গাজায় ১৫ মাস ধরে চলা আগ্রাসনে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭০০’র বেশি মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার ২২ লাখ বাসিন্দার প্রায় সবাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.