যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গভর্নর জশ শাপিরোর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে হ্যারিসবার্গে গভর্নরের সরকারি বাসভবনে এক দুর্বৃত্ত আগুন দিয়ে পালিয়ে যায়। খবর বিবিসির।
এসময় ভবনের দক্ষিণ অংশে ছড়িয়ে পড়ে আগুন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘুম থেকে ডেকে তোলা হয় গভর্নরকে। অগ্নিকাণ্ডের শিকার ভবনের দক্ষিণ পাশে সৌভাগ্যবশত কেউ না থাকায় দগ্ধ বা হতাহত হয়নি কেউ। পোষা কুকুরসহ নিরাপদ স্থানে নেয়া হয় সবাইকে। পরবর্তীতে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। সন্দেহভাজন ৩৮ বছর বয়সী কোডি বালমার হ্যারিসবার্গের বাসিন্দা। তার বিরুদ্ধে অগ্নিসংযোগ, হত্যাচেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ করা হবে বলে জানায় পুলিশ।
হোয়াইট হাউসের ভবিষ্যৎ প্রার্থী হিসেবে পরিচিত শাপিরো। বিষয়টি অত্যন্ত গুরুত্ব নিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।