যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্ক রুবিওর শপথ, দিলেন ‘নতুন যুগের’ ঘোষণা

0
7
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের কাছে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন মার্কো রুবিও। মঙ্গলবার ওয়াশিংটনের আইজেনহাওয়ার এক্সিকিউটিভ অফিস ভবনে, ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। গতকাল সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনই তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে সিনেট। পররাষ্ট্র দপ্তরের দায়িত্ব গ্রহণের পর রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ‘নতুন যুগের’ দিকে এগোচ্ছে।
 
যুক্তরাষ্ট্রের সিনেটে ফ্লোরিডা অঙ্গরাজ্যের সদস্য মার্কো রুবিও। সিনেটের বিদেশি সম্পর্ক–বিষয়ক কমিটিতে দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এ সময় আন্তর্জাতিক সংঘাত নিয়ে কথা বলেছেন তিনি। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৭০ হাজারের বেশি কর্মকর্তা রুবিওর অধীন কাজ করবেন।
 
গত ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার আগেই রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী করার ঘোষণা দিয়েছিলেন তিনি। পররাষ্ট্রনীতির বিষয়ে রুবিও আক্রমণাত্মক হিসেবেই পরিচিত, বিশেষ করে ইরান ও চীনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি।
 
দায়িত্ব গ্রহণের পর রুবিও বলেছেন, নতুন প্রশাসনের সব কাজ নির্ভর করবে তিনটি প্রশ্নের উত্তরের ওপর। সেগুলো হলো ‘এটা কি আমাদের আরও শক্তিশালী করবে, এটা কি আমাদের আরও বেশি নিরাপদ করবে এবং এটা কি আমাদের আরও সমৃদ্ধ করবে? উত্তর যদি না হয়, আমরা তা করব না।’
 
ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ইসরায়েলের ঘোর সমর্থক মার্কো রুবিওর নিয়োগ চূড়ান্ত
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বর্তমান সময়কে একটি ‘রূপান্তরের’ মুহূর্ত বলে উল্লেখ করেছেন নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র একটি নতুন যুগের দিকে এগিয়ে যাচ্ছে। এটি বিশ্বকে আরও নিরাপদ একটি স্থানে পরিণত করবে। রুবিও আরও বলেন, ট্রাম্প এটা স্পষ্টভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য হবে শান্তি প্রতিষ্ঠা করা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.