যুক্তরাষ্ট্রের নতুন আইন, বাড়তে পারে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর খরচ

0
11
যুক্তরাষ্ট্রের নতুন আইন

রেমিট্যান্স সংক্রান্ত যুক্তরাষ্ট্রের বিতর্কিত বিল ঘিরে উদ্বেগ বাড়ছেই। তুমুল উত্তেজনার মধ্যেই দেশটির বাজেট বিষয়ক পার্লামেন্টারি কমিটিতে খুবই স্বল্প ব্যবধানে পাস হয়েছে বিলটি।

রোববার (১৮ মে) উত্থাপন করা হয় নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। সেখানে পাস হলে চূড়ান্ত আইনে পরিণত হতে সিনেটে উত্থাপন করা হবে ‘বিগ, বিউটিফুল’ নামের বিলটি। আইনটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের নিজ দেশে রেমিট্যান্স পাঠানো অনেকটা ব্যয়বহুল হয়ে উঠবে।

এর আগে, যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের ৫ শতাংশ কর দেয়ার বিধান রেখে বিলটি উত্থাপন করে ট্রাম্প প্রশাসন। অন্তর্ভুক্ত করা হয় গ্রিনকার্ড কিংবা এইচ-ওয়ান ভিসাধারীদেরও।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রই বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে দেশটি থেকে ৩৯৪ কোটি ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে, যা গত বছরের তুলনায় ১০৩ শতাংশ বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.