যত রেকর্ড নিয়ে বিদায় নিলেন তামিম

0
5
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি সেঞ্চুরি বাংলাদেশের সাবেক ওপেনারের, রয়টার্স

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সফল ব্যাটসম্যান তিনি। তামিম ইকবালের বিদায়ে তাই শেষ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের ঝলমলে এক অধ্যায়। তামিম রেকর্ড বইয়ে ছাপ রেখেছেন ভালোভাবেই। অনেকগুলো রেকর্ড নিয়েই বিদায় নিলেন এই ওপেনার।

তামিম ইকবাল আন্তর্জাতিক ক্যারিয়ার

টেস্ট ওয়ানডে টি–টোয়েন্টি
ম্যাচ ৭০ ২৪৩ ৭৮
ইনিংস ১৩৪ ২৪০ ৭৮
অপরাজিত ১২
রান ৫১৩৪ ৮৩৫৭ ১৭৫৮
সর্বোচ্চ ২০৬ ১৫৮ ১০৩*
গড় ৩৮.৮৯ ৩৬.৬৫ ২৪.০৮
স্ট্রাইক রেট ৫৭.৯৯ ৭৮.৫২ ১১৬.৯৬
১০০ ১০ ১৪
৫০ ৩১ ৫৬
চার ৬৫৫ ৯২৫ ১৮৮
ছক্কা ৪১ ১০৩ ৪৫
ক্যাচ ২০ ৬৮ ১৮

অধিনায়ক তামিম

ম্যাচ জয় হার ড্র/ফল হয়নি
টেস্ট
ওয়ানডে ৩৭ ২১ ১৪

তামিমের বিশ্ব রেকর্ড

• ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮৭ ওয়ানডে খেলে ২৮৫৩ রান তামিমের। এই রেকর্ডে পরে দুটি নামও বাংলাদেশের—মুশফিক (২৬৮৪) ও সাকিব (২৬৫৬)।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়ার পথে ইমরুল ও তামিম।
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের জুটি গড়ার পথে ইমরুল ও তামিম।শামসুল হক

• টেস্টে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ইমরুল কায়েসকে নিয়ে ৩১২ রানে জুটি গড়েন তামিম।

তামিমের আরও যত রেকর্ড

৮৩৫৭
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান।
২৫
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।
১৪
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি।

২০১৬  টি–টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরির পর তামিম ইকবালের সেই উড়ন্ত উদ্‌যাপন
২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে সেঞ্চুরির পর তামিম ইকবালের সেই উড়ন্ত উদ্‌যাপন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান।
১১৯
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস।

• টেস্ট (৪১) ও ওয়ানডেতে (৭০) বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫০ ছাড়ানো ইনিংস।

• ওয়ানডেতে বাংলাদেশের কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান। ২০০৮ সালে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দিন তামিমে বয়স ছিল ১৯ বছর ২ দিন।

• টানা তিন টেস্টে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান। ২০১৪-১৫ মৌসুমে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে।

• তিন সংস্করণেই সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান।

• টেস্টে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান, ২০১০ সালে।

• ওয়ানডেতে টানা সর্বোচ্চ ৫ ইনিংসে ৫০ ছোঁয়া বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান। এই রেকর্ডে পড়ে ভাগ বসিয়েছেন সাকিব।
টেস্টে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা, ২০১৫ সালে খুলনায় পাকিস্তানের বিপক্ষে।
৪১
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা।
৩৬
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডাক বা শূন্য।
১৭৬০
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.