ম্যানচেস্টার সিটির ‘নজিরবিহীন’ হার, ব্রাইটনকে হারিয়ে শীর্ষে লিভারপুল

0
39
গোল করতে না পারার হতাশা আর্লিং হলান্ডের, এএফপি

বোর্নমাউথ ২:১ ম্যানচেস্টার সিটি

লিভারপুল ২:১ ব্রাইটন

প্রিমিয়ার লিগের সবচেয়ে একপক্ষীয় দ্বৈরথের তালিকা করলে এক নম্বরেই থাকে ম্যানচেস্টার সিটি-বোর্নমাউথ ম্যাচ। আজকের আগে দুই দলের সর্বশেষ ১৪ ম্যাচের সব কটিতেই জয়ী দলের নাম ছিল সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ।

আজ ভাইটালিটি স্টেডিয়ামে সেই বোর্নমাউথ ইতিহাস গড়ল। নজিরবিহীন ঘটনাই ঘটিয়ে আন্দোনি আইরোলার দল হারিয়েছে টানা চারবারের চ্যাম্পিয়ন সিটিকে। লিগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে এই ম্যাচ শুরু করা ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বোর্নমাউথ।

সিটির হারের রাতে নিজেদের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে সিটিকে টপকে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এসেছে আর্নে স্লটের দল।

চোটজর্জর সিটি ঠিক আগের ম্যাচেই লিগ কাপে টটেনহামের কাছে হেরেছিল। তবে এবারের প্রতিপক্ষ বোর্নমাউথ কিছুটা হলেও চাপ কম ছিল পেপ গার্দিওলার দল। বিশেষ করে যে দলের বিপক্ষে প্রিমিয়ার লিগে কখনো পয়েন্ট খোয়ানোরও ইতিহাস নেই। সব হিসাবই আজ পাল্টে দিয়েছে বোর্নমাউথ।

ম্যাচের নবম মিনিটেই স্বাগতিকরা এগিয়ে যায় আন্তোনিও সেমেনোর গোলে। দুই দল বিরতিতে যায় ১–০ স্কোরলাইনেই। তবে সিটির তখনো দুশ্চিন্তার কারণ ছিল না। সর্বশেষ চার ম্যাচের তিনটিসহ ১১ ম্যাচেই প্রথম গোল হজম করে পরে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট অর্জন করে নিয়েছে সিটি।

কিন্তু এ যাত্রায় সেই ধারাও থাকল না। ম্যাচের ৬৪তম মিনিটে বোর্নমাউথকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসন। ২০২৩ সালের জানুয়ারির টটেনহাম ম্যাচের পর এই প্রথম কোনো দলের বিপক্ষে ০–২ গোলে পেছায় সিটি।

তবে আসল যন্ত্রণাটা পোহাতে হয় শেষ বাঁশিতে। ৮২ মিনিটে ইয়োস্কো গাভার্দিওলের গোলে ব্যবধান কমে এলেও ম্যাচে আর সমতা আনতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। মাঠ ছাড়তে হয় প্রথমবারের মতো বোর্নমাউথের কাছে ম্যাচ হেরে।

যে হারে শেষ হয়েছে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও।

ইয়োস্কো গাভার্দিওলের হেডে এক গোল শোধ করে ম্যানচেস্টার সিটি, এএফপি

সিটি–বোর্নমাউথের মতো একই সময়ে অ্যানফিল্ডে নেমেছিল লিভারপুল–ব্রাইটন। এই ম্যাচে শুরুতেই পিছিয়ে যায় স্বাগতিকেরা। ১৪তম মিনিটে ব্রাইটনকে এগিয়ে দেন ফার্দি কাদিগলু। সিটির মতো লিভারপুলও বিরতিতে যায় ০–১ গোলে পিছিয়ে থেকে।

তবে দ্বিতীয়ার্ধে স্লটের দলকে গোলের জন্য বেশি ভুগতে হয়নি। ৬৯ মিনিটে সমতা এনে দেন কোডি গাকপো, এর তিন মিনিট বাদেই প্রতি–আক্রমণ থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।

লিভারপুলের জয়সূচক গোলটি আসে মোহাম্মদ সালাহর পা থেকে, এএফপি

শেষ পর্যন্ত ২–১ ব্যবধানের স্বস্তি নিয়েই ম্যাচ শেষ করে লিভারপুল। তিন পয়েন্টের এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে স্লটের দল।

১০ ম্যাচ খেলে লিভারপুলের পয়েন্ট ২৫। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। নটিংহাম ফরেস্ট ১৯ পয়েন্ট তৃতীয় এবং আর্সেনাল ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।

লিভারপুলের জয়সূচক গোলটি আসে মোহাম্মদ সালাহর পা থেকে, এএফপি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.