পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিয়েছে কাঠবোঝাই ট্রাক্টর। এতে মোটরসাইকেলের ৩ জন আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।
বুধবার সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের কালুরহাট কাটহারী এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান। নিহতরা সবাই বোদা উপজেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই মোটরসাইকেলে ৪ ব্যক্তি বোদা থেকে দেবীগঞ্জ উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। কালুরহাট এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে দুইজনের মৃত্যুর খবর পাই। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।