কক্সবাজারে দু’দিন ধরে যাওয়া-আসা করছে বিদ্যুৎ। তবে আজ রোববার সকাল থেকে টেকনাফ উপজেলার বেশিরভাগ এলাকা আছে বিদ্যুৎবিহীন। বাতাসের গতিবেগও বাড়ছে ক্রমশ। আজ সকাল ৯টা থেকে বিকেল ৬টার মধ্যে ঘূর্ণিঝড় ‘মোকা’ উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।
এ বিষয়ে জানতে ফোন করা হলে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী ফোন রিসিভ করেননি। তবে টেকনাফের ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, বাতাসের গতিবেগ বাড়তে থাকায় কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ছে বিদ্যুৎ লাইনের ওপর। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এজন্য সমুদ্র উপকূল এলাকায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ আছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হয়ে আছে সমুদ্র। এখন ভাটার টান থাকলেও দুই থেকে তিন ফুট উচ্চতায় কূলে আছড়ে পড়ছে ঢেউ। দুপুর ১২টার পর জোয়ার আসবে। ঘূর্ণিঝড় ‘মোকা’ও তখন উপকূলের কাছাকাছি থাকবে। তাই সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে প্রশাসন।
ইউএনও মোহাম্মদ কামরুজ্জামান জানান, বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ইতোমধ্যে দেড় লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছে।
            

















