মেসির সামনে ব্রাজিলিয়ান ক্লাব, মুখোমুখি ভিনিসিয়ুস–নেইমার

0
46
ব্রাজিল দলের দুই তারকা ভিনিসিয়ুস ও নেইমার মুখোমুখি হবেন ক্লাব বিশ্বকাপে, এক্স

ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে সবার চোখ ছিল কোন তারকা কার মুখোমুখি হচ্ছেন, কিংবা কোন দুই পরাশক্তি একই গ্রুপে পড়তে যাচ্ছে। ড্রয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষই পেয়েছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। গ্রুপ ‘এ’তে তাদের সঙ্গে অন্য তিনটি দল ব্রাজিলের পালমেইরাস, পর্তুগালের পোর্তো ও সৌদি আরবের আল আহলি। তবে ড্রয়ের পর বিশেষভাবে আলোচনায় উঠে এসেছে ‘এইচ’ গ্রুপ।

এইচ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ ও আল হিলাল। অর্থাৎ সব ঠিকঠাক থাকলে ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হচ্ছেন নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র। এই গ্রুপের অন্য দুটি দল হলো পাচুকা ও সালজবুর্গ।

যুক্তরাষ্ট্রের মায়ামিতে গতকাল রাতে অনুষ্ঠিত হলো ক্লাব বিশ্বকাপের ড্র। যেখানে বিভিন্ন খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন সাবেক ফুটবল তারকারাও। আয়োজন শুরুর আগে শুভকামনা জানিয়ে বার্তা দেন যুক্তরাষ্ট্রে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বার্তায় ট্রাম্প বলেন, ‘এই আয়োজন অবিশ্বাস্য কিছু হতে যাচ্ছে।’ এ সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ‘বিজয়ী’ উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, ‘আমরা লম্বা সময় ধরে একে অপরকে জানি। এমন সম্পর্কে আমি সম্মানিত।’

আগামী বছর ক্লাব বিশ্বকাপে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতি গ্রুপে রয়েছে তিনটি করে দল। গ্রুপগুলো থেকে দুটি করে দল শেষ ষোলোয় যাবে। আগামী বছরের ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। এটিকে ২০২৬ বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সেল’ হিসেবেও দেখা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।আয়োজক দেশের প্রতিনিধি হিসেবে ক্লাব বিশ্বকাপে খেলবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ খেলবেন মেসিরা।

ক্লাব বিশ্বকাপে ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও, এএফপি

ড্র অনুষ্ঠানে ফিফা সভাপতি ইনফান্তিনো বলেন, ‘এটি মূলত অন্তর্বর্তীমূলক ব্যাপার। যেখানে লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ক্লাবগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ৩২টি বিশ্বসেরা ক্লাব ও সেরা খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে আসা।’

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে অন্য যে ম্যাচগুলোয় চোখ থাকবে, সেগুলো হলো ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস, পিএসজি-আতলেতিকো মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ-বেনফিকা ও বরুসিয়া ডর্টমুন্ড-ফ্লুমিনেন্সের ওপর।

প্রতিযোগিতায় মায়ামির অংশগ্রহণ নিয়ে বিতর্ক হয়েছিল অনেক। এমএলএস সাপোর্টাস শিল্ড জেতার পর মেসির ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়। অংশগ্রহণের প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকলেও প্রতিযোগিতায় ভালো কিছুই করতে চায় ক্লাবটি। এমএলএস কমিশনার ডন গারবার বলেন, ‘আমরা বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। এই সুযোগ ৩০ বছরে আমাদের লিগের উন্নতিকেই তুলে ধরছে। এখন আমরা বিশ্বের সেরা ক্লাবগুলোর বিপক্ষে খেলব। এটা দারুণ রোমাঞ্চকর ব্যাপার।’

কোন গ্রুপে কারা

গ্রপ এ: পালমেইরাস, পোর্তো, আল আহলি, ইন্টার মায়ামি।

গ্রুপ বি: পিএসজি, আতলেতিকো মাদ্রিদ, বোতাফোগো, সিয়াটল।

গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ, অকল্যান্ড সিটি, বোকা জুনিয়র্স, বেনফিকা।

গ্রু ডি: ফ্ল্যামেঙ্গো, ইএস তুনিস, চেলসি, লিওঁ।

গ্রুপ ই: রিভার প্লেট, ইউরাওয়া, মন্তেরে, ইন্টার মিলান।

গ্রুপ এফ: ফ্লুমিনেন্স, বরুসিয়া ডর্টমুন্ড, উলসান, মামেলোদি সান্ডওনস।

গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি, ওয়াইদাদ, আল আইন, জুভেন্টাস।

গ্রুপ এইচ: রিয়াল মাদ্রিদ, আল হিলাল, পাচুয়া, সালজবার্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.