অনুমোদন ছাড়া পর্যটন দূতের ভূমিকায় সৌদি সফরে গিয়ে পিএসজির নিষেধাজ্ঞার মুখে পড়েন লিওনেল মেসি। একইসঙ্গে পরবর্তী মৌসুমে তার সঙ্গে ক্লাবের চুক্তি নবায়ন না করারও ঘোষণা দেওয়া হয়। তাই বলা যায়, মেসি-পিএসজির সম্পর্ক কার্যত এখানেই শেষ।
এরই মধ্যে মেসির বিকল্প খুঁজতে তোড়জোড় শুরু করেছে ফরাসি ক্লাবটি। মেসি অধ্যায় ভুলে সামনে তাকাতে চায় তারা। স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, মেসির সম্ভাব্য বিকল্প হিসেবে সামনে আসছে তিন ফুটবলারের নাম।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন বলছে, মেসির বিকল্প হিসেবে পিএসজির পছন্দের তালিকায় ওপরের দিকে আছে নাপোলির ৩৩ বছর পর সিরি আ শিরোপা জয়ের নায়ক ভিক্টর ওসিমেন। চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল।
তবে পিএসজির জন্য ওসিমেনকে পাওয়া খুব একটা সহজ হবে না। কারণ, নাইরেজিয়ার তরুণ এই স্ট্রাইকার পেতে ইতোমধ্যে হাত বাড়িয়েছে বেশ কয়েকটি বড় ক্লাব। যাদের মধ্যে অন্যতম প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড।
পিএসজিতে মেসির বিকল্প হিসেবে পছন্দের দ্বিতীয়তে আছেন এসি মিলানের রাফায়েল লিয়াও। ২৩ বছর বয়সী এই পর্তুগিজ এই স্ট্রাইকার দুর্দান্ত ফর্মে আছেন। ২০০৭ সালের পর মিলানের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার অন্যতম নায়কও তিনি। মৌসুমে সব মিলিয়ে ১৩ গোল করার পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি।
আর্জেন্টাইন মহাতারকার বিকল্প হিসেবে পছন্দের তিনে আছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রানদাল কোলো মুয়ানি। ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ গোল করার পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও করেছেন মুয়ানি।
শেষ পর্যন্ত কাকে দিয়ে মেসির অভাব পূরণ করবে পিএসজি, তা সময়ই বলে দেবে।