আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের মূলপর্ব। যেখানে প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশের মেয়েরা। আর এই আসরের প্রস্তুতির জন্য জুলাই থেকেই ‘মিশন অস্ট্রেলিয়া’ ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
রোববার (২৩ নভেম্বর) বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।
তাবিথ আউয়াল বলেন, মিশন অস্ট্রেলিয়ার আসল প্রস্তুতি ভিত্তি করবে আমাদের ম্যাচ খেলার উপর। জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে আমরা বিশ্বাস করি ততই আমরা এশিয়ান স্টেজে উপকৃত হবো। তাই আমরা যাওয়ার আগে আরও কিছু ম্যাচ আয়োজনের চেষ্টা করছি।
এর মধ্যে থাইল্যান্ডের বিপক্ষে গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেন ঋতুপর্ণা চাকমারা। যদিও দুই ম্যাচেই সেখানে হার দেখেছিল বাটলারের দল। এবার ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে তিন জাতি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাফুফে।
আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বরর আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মাঝে ২৯ নভেম্বর অতিথি দুই দল একে অপরকে মোকাবিলা করবে।
বেশি ম্যাচ খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবং সেখানে কিছু প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবে বাফুফে।
তিনি বলেন, অস্ট্রেলিয়াতে আগে যাওয়ার চেষ্টা করব। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে এটা কাজে দেবে। এবং কিছু ক্লোজ-ডোর ম্যাচ খেলার চেষ্টা করব। ইতোমধ্যে সে ধরনের যোগাযোগ আমরা রাখা শুরু করেছি।
তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি আসার পর বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে মেয়েরা। সাধারণত বাফুফের আবাসিক ক্যাম্পে থেকে স্রেফ দৈনন্দিন প্রাকটিসেই সীমাবদ্ধ ছিল দল।
মেয়েদের খেলার সুযোগ নিয়ে বাফুফে সভাপতি বলেন, মেয়েরা যেন খেলার মধ্যে থাকতে পারে… কেননা সব সময় কেবল প্রাকটিসের মধ্যে থাকলে… ওভার ট্রেনিং বলে একটা কথা আছে। একটু মানসিকভাবে সুস্থ রাখতে এবং শারীরিকভাবে সুস্থ রাখতে আমরা চাচ্ছি যেন আমাদের নারী লিগটাও চালু হয়ে যায়। এবং বিভিন্ন দলের বিপক্ষে খেলা যায়।


















