মেয়র আতিক পালালেন ডিএনসিসির ফায়ার এক্সিট দিয়ে

0
24
মেয়র আতিকুল ইসলাম

রাতের বেলা গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান কার্যালয়ে এসেছেন মেয়র আতিকুল ইসলাম। পরে সিটি করপোরেশনের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ মেয়র আসার খবরে করপোরেশনের কার্যালয় ঘেরাও করলে তিনি দ্রুত করপরোশন থেকে পালিয়ে যান। এর আগে নগর ভবন ছাড়ার আগে তিনি তার কার্যালয়ে দলবল নিয়ে আধাঘন্টা সময়াক্ষেপন করেন। গতকাল রোববার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত করপোরেশনের প্রধান কার্যালয়ের দুইটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়েছে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ‘রাত ৮ টা ২০ মিনিটে মেয়র আতিকুল ইসলাম ১০–১৫ জন নিয়ে তার দপ্তরে প্রবেশ করেন। পরে রাত ৮ টা ৫৪ মিনিটে মেয়র তার দপ্তর থেকে বের হয়ে ভবনের ফায়ার এক্সিট গেট দিয়ে পলায়ন করেন। এ সময় মেয়রের দলবলের সঙ্গে বেসরকারি টেলিভিশনের সাংবাদিক বিকাশ বিশ্বাসের হাতে একটি কালো ব্যাগ দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক করপোরেশনের এক কর্মকর্তা বলেন, মেয়র আতিকুল ইসলাম নগর ভবনে এসেছেন, এমন খবরে স্থানীয় কিছু লোকজন এসে বিক্ষোভ করছিলেন। মূলত, মেয়রের অপসরণের দাবিতে তারা সেখানে একত্রিত হন। যদিও নির্দিষ্ট কাজে নগর ভবনে এসেছিলেন মেয়র। তিনি তার কক্ষে প্রায় আধা ঘন্টা লোকজন নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় তিনি করপোরেশনের গুরুত্বপূর্ণ কাগজ অপসারণ করেছেন। পরে বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে বুঝতে পেরে তিনি দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এদিকে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ১২টি সিটি করপোরেশনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ করা হয়েছে। ডিএনসিসির প্রশাসক হিসাবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসান, এনডিসি। এর আগে গত ১৪ আগস্ট করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

এ বিষয়ে জানতে মেয়র আতিকুল ইসলামকে ফোন দিলে তাকে পাওয়া যায়নি। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন সমকালকে বলেন, ‘মেয়র আতিকুল ইসলাম গতকাল রাতে কার্যালয়ে আসেন। সে সময় করপোরেশনে কেউ ছিলেন না। পরবর্তীতে মেয়র বের হয়ে গেলে তার কক্ষটি বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার ডিএনসিসির নতুন প্রশাসক যোগদান করার কথা আছে। তিনি যোগদানের সময় প্রধান নির্বাহী সহ অন্যান্য কর্মকর্তা মিলে মেয়রের কক্ষটি দেখা হবে সেখানকার কি অবস্থা।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.