মেক্সিকোর গিরিখাতে ৪৫ ব্যাগে নারী–পুরুষের দেহাবশেষ

0
138
মেক্সিকোর ফরেনসিক বিশেষজ্ঞরা দেহাবশেষভর্তি ব্যাগগুলো পরীক্ষা-নিরীক্ষা করছেন

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য জালিসকোর একটি গিরিখাতে মানুষের দেহাবশেষভর্তি ৪৫টি ব্যাগ উদ্ধার হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার বলেছে, গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাত ব্যক্তির সন্ধানে অভিযান চালাতে গিয়ে ব্যাগগুলো পাওয়া গেছে।

মেক্সিকোর সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘৪৫টি ব্যাগের ভেতর মানুষের দেহাবশেষ পাওয়া গেছে। সেখানে নারী ও পুরুষের দেহাবশেষ আছে।’

গত মঙ্গলবার শিল্পকেন্দ্র গুয়াদালাজারার শহরতলি জাপোপানে একটি ৪০ মিটার (১২০ ফুট) গভীর গিরিখাতের একেবারে নিচ থেকে মানুষের দেহাবশেষ ভর্তি ব্যাগগুলো উদ্ধার হয়েছে।

সম্প্রতি কর্তৃপক্ষ দুই নারীসহ সাত নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে অভিযান শুরু করে। গত ২০ মে থেকে নিখোঁজ তাঁরা। তাঁদের প্রত্যেকের বয়স ৩০ বছরের কাছাকাছি।

নিখোঁজ হওয়ার পর ওই সব ব্যক্তির তথ্য আলাদা আলাদা দিনে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে তদন্তকারীরা বলছেন, তাঁরা সবাই একই কল সেন্টারে কাজ করতেন।
যে এলাকা থেকে দেহাবশেষগুলো উদ্ধার হয়েছে, সেই একই জায়গায় কল সেন্টারটির অবস্থান।

ফরেনসিক বিশেষজ্ঞরা এখন নিহত মানুষের সংখ্যা কত এবং তাঁদের পরিচয় কী, তা শনাক্ত করতে কাজ করবেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, কল সেন্টারটি অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল।
নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা বলছেন, কর্তৃপক্ষ ভুক্তভোগীদের অপরাধী হিসেবে দেখাতে চাইছে।

সাম্প্রতিক বছরগুলোয় জালিসকোর বিভিন্ন এলাকায় ব্যাগের ভেতর কিংবা অস্থায়ী কবর থেকে মানুষের দেহাবশেষ উদ্ধার হতে দেখা গেছে।

২০২১ সালে জালিসকোর টোনালা পৌরসভায় ৭০টি ব্যাগের ভেতর থেকে ১১ ব্যক্তির দেহাবশেষ উদ্ধার হয়েছে।

২০১৯ সালে জাপোপান এলাকায় ১১৯টি ব্যাগের ভেতর থেকে ২৯ জনের দেহাবশেষ উদ্ধার হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.