মির্জা ফখরুলের এপিএস পরিচয়ে চাঁদাবাজি, পুলিশে দিলো বিএনপি

0
45
আরিফ হোসেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামে এক ব্যক্তি। পরে তাকে পুলিশে সোপর্দ করেন বিএনপি নেতাকর্মীরা।
 
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানে ঘটে এ ঘটনা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
 
জানা গেছে, এদিন বিকেলে আরিফ হোসেন তিনজন লোক সঙ্গে নিয়ে গুলশান-২ গোল চত্বরের পাশের একটি ক্যাফেটেরিয়ায় গিয়ে চাঁদা দাবি করেন। এ সময় তিনি নিজেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে পরিচয় দেন। এতে ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানের বিএনপি কার্যালয় নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যান।
 
আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেওয়ার পর সেখান থেকে পুলিশে খবর দেন কার্যালয়ের নেতাকর্মীরা। পরে পুলিশ তাকে গুলশান থানায় নিয়ে যায়।
 
পুলিশ জানায়, আরিফ হোসেন নামে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.