চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন নামে আরও একজন। মঙ্গলবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য ও জেরা অনুষ্ঠিত হয়। এ সময় একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের এজেন্ট মহিউদ্দিন সাক্ষ্য তুলে ধরেন। রাঙ্গুনিয়ায় তাঁর দোকান ছিল।
মহিউদ্দিন আদালতে বলেন, রাঙ্গুনিয়ায় তাঁর একটি টেলিকমের দোকান ছিল। তিনি মোবাইল ব্যাংকিং এজেন্ট ছিলেন। নড়াইল থেকে এক ব্যক্তি তাঁর এজেন্ট নম্বরে চার দফায় ৮৭ হাজার ৪৬২ টাকা পাঠান। ২০১৬ সালে তাঁর নম্বরে পাঠানো ওই টাকা তখন কারা নিয়ে গিয়েছিল, তা তাঁর মনে নেই। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তাঁর দোকান ছিল। পরে তিনি আর দোকান চালাননি, বন্ধ করে দেন।
চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশিদ বলেন, মোহাম্মদ মহিউদ্দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাঁকে জেরা করে। আদালত আগামী ২৫ সেপ্টেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। মিতু হত্যা মামলায় আদালতে এ পর্যন্ত ১৩ জন সাক্ষ্য দিয়েছেন।
২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। ওই মামলায় পিবিআই বাবুল আক্তারকে প্রধান অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।