মালির প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

0
162

পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রতিরক্ষামন্ত্রী ও দুই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশটিতে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী রুশ প্রতিষ্ঠান ভাগনারের উত্থানে সহায়তা করার অভিযোগে এই তিনজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল সোমবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

মার্কিন নিষেধাজ্ঞায় পড়া তিন ব্যক্তি হলেন মালির প্রতিরক্ষামন্ত্রী কর্নেল সাদিও কামারা, বিমানবাহিনীর চিফ অব স্টাফ কর্নেল আলু বোই দিয়ারা ও ডেপুটি চিফ অব স্টাফ লেফটেন্যান্ট কর্নেল আদামা বাগায়োকো।

যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, এই তিন ব্যক্তি ২০২১ সালের ডিসেম্বর থেকে মালিতে ভাগনারের উপস্থিতি সহজতর ও সম্প্রসারিত করার জন্য কাজ করে আসছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ভাগনারের যোদ্ধা মোতায়েনের পর থেকে মালিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানি ২৭৮ শতাংশ বেড়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.