মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অংশ নিয়েছেন শতবর্ষী মাহাথির

0
13
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভ। রাজধানী কুয়ালালামপুরে, ২৬ জুলাই ২০২৫ছবি: রয়টার্স

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবি দেশটির রাজধানী কুয়ালালামপুরে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের আয়োজন। সদ্য ১০০ বছরে পা দেওয়া দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও বিক্ষোভে অংশ নিয়েছেন।

বিক্ষোভকারী প্রায় সবাইকে কালো টি-শার্ট ও কপালে ফেট্টি পরতে দেখা গেছে। এতে লেখা ছিল, ‘তুরুন আনোয়ার’। যার অর্থ হলো, সরে দাঁড়াও আনোয়ার। বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রীয় এলাকায় মিছিল করে স্বাধীনতা স্কয়ারে জড়ো হন। সেখানে বিরোধী দলের শীর্ষ নেতারা বক্তৃতা দেন। পুলিশের তথ্যমতে, বিক্ষোভে প্রায় ১৮ হাজার মানুষ অংশ নিয়েছেন।

সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ২০২২ সালের নভেম্বরে ক্ষমতায় আসেন আনোয়ার ইব্রাহিম। সরকারের রাজস্ব বাড়াতে তাঁর সরকার সম্প্রতি বিক্রয় ও সেবার ওপর কর (এসএসটি) বাড়িয়েছে এবং ভর্তুকি ঢেলে সাজিয়েছে। জনগণের একাংশের আশঙ্কা, এসব পদক্ষেপের কারণে ভোক্তা পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে বাড়তে থাকা উদ্বেগ প্রশমনে চলতি সপ্তাহে আনোয়ার সরকার কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ সহায়তা কর্মসূচি, দরিদ্র পরিবারের জন্য বাড়তি অনুদান এবং জ্বালানি তেলের দাম কমানোর প্রতিশ্রুতি অন্যতম।

বিক্ষোভে অংশ নেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২৬ জুলাই ২০২৫
বিক্ষোভে অংশ নেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ২৬ জুলাই ২০২৫ছবি: রয়টার্স

বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের একজন নুর শাহিরাহ লেমান। একটি ইসলামি ছাত্রসংগঠনের ২৩ বছর বয়সী এই সদস্য বলেন, নতুন কর এবং বড় ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বিদ্যুৎ শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে করে শেষ পর্যন্ত সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন।

বিষয়টি ব্যাখ্যা করে শাহিরাহ বলেন, এই কর তো উৎপাদকদের ওপর ধার্য করা হচ্ছে। তাই, এটা খাবারের দামের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

এদিকে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ এবং তাঁর দুর্নীতিবিরোধী অঙ্গীকার প্রশ্নের মুখে পড়েছে। সম্প্রতি সরকারঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তা ছাড়া সম্প্রতি শীর্ষ বিচারপতি নিয়োগে দেরি হওয়া নিয়েও সমালোচনা হচ্ছে। কিন্তু আনোয়ার ইব্রাহিম এসব অভিযোগ বারবার অস্বীকার করেছেন।

মাহাথির মোহাম্মদ বিক্ষোভে অংশ নিয়ে আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষদের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন। বিক্ষোভস্থলে উপস্থিত জনতার উদ্দেশে শতবর্ষী মাহাথির বলেন, নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা চলছে। আর অপরাধীরা ছাড়া পাচ্ছেন।

মাহাথির ও আনোয়ারের মধ্যকার দ্বন্দ্ব মালয়েশিয়ার রাজনীতিতে প্রায় তিন দশক ধরে উত্তাপ ছড়াচ্ছে। মাহাথির একসময় আনোয়ারের গুরু থাকলেও পরে তাঁরা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তবে দীর্ঘ সময় ধরে শাসন করা বারিসান ন্যাশনাল জোট সরকারকে ক্ষমতা থেকে হটাতে ২০১৮ সালে তাঁরা আবার এক হয়েছিলেন। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলে সেই জোট দুই বছরের কম সময়ে ভেঙে যায়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.