মার্কিনিরা ভোট দেবে না, ভয় দেখিয়ে লাভ নেই: পরিকল্পনামন্ত্রী

0
125
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে কিছু লোক আছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে মার্কিন মুল্লুক নিয়ে আসতে চায়। ভোট মার্কিনিরা দেবে না, ভোট দেবে দেশের জনগণ। সরকারকে ভয় দেখিয়ে লাভ নেই।

বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডায়াবেটিক সমিতির উদ্যোগে রুরাল হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের বড় শক্তি হচ্ছে সচিব ও জেলা প্রশাসক। তারাই মাঠ পর্যায়ে সব কর্মকাণ্ড বাস্তবায়ন করে থাকেন। সরকার মিডিয়ায় প্রচারে বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। দেশে এখন আর কোনো অজপাড়া গাঁ বলে কিছুই নেই। দেশের সব এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে।

মান্নান বলেন, বর্তমান সরকারের আমলে প্রতিটি উপজেলায় ৩১ বেডের হাসপাতালকে ৫০ বেডের হাসপাতালে রূপান্তর করা হয়েছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যর ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য নিশ্চিত করনের জন্য গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক, হবিগঞ্জ পৌরসভা মেয়র মো. আতাউর রহমান সেলিম, উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.