র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘(মার্কিন যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞায় নির্বাচনে দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই।’ আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
র্যাবের ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ‘আমরা আশা করি, সকল দল অত্যন্ত আনন্দঘন পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করবে। যখন নির্বাচন হবে, নির্বাচন কমিশনের অধীনে আমরা নিরাপত্তা বিধানে কাজ করব। সকলের সঙ্গে এক প্ল্যাটফর্মে থেকে এই দেশে গণতন্ত্রের ধারা যাতে অব্যাহত থাকে, সে চেষ্টা আমরা করব।’
র্যাবের ওপর চলমান মার্কিন নিষেধাজ্ঞা নির্বাচনের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা হবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে র্যাবপ্রধান বলেন, ‘নিষেধাজ্ঞায় কোনো সমস্যা হবে না, আমাদের কাজে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে আমরা ইচ্ছা করলেই যা কিছু করতে পারি না, আমাদের বিধিমালা রয়েছে। র্যাব ফোর্সেস এলিট ফোর্স। কোনো সদস্য বিন্দুমাত্র কোনো অন্যায় করেছে, ব্যবস্থা নেওয়া হয়নি এমন কখনও হয়নি।’