মারামারি করে নিষিদ্ধ তিন পাকিস্তানি নারী ক্রিকেটার

0
132
নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হচ্ছেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

পাকিস্তানে চলছে জাতীয় নারী ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। যেখানে ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনার। টুর্নামেন্ট চলাকালে মারামারিতে জড়িয়েছেন দেশটির তিন নারী ক্রিকেটার। অভিযোগ উঠেছে দুজন মিলে একজনকে পেটানোর। এ ঘটনায় তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পিসিবি। নিষিদ্ধ হওয়া তিন ক্রিকেটার হচ্ছেন- সাদাফ শামস, ইয়ুসরা আমির ও আয়েশা বিলাল।

পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে সাদাফ ও ইয়ুসরার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আয়েশা। পরে দুই সতীর্থ মিলে হামলে পড়ে আয়েশার ওপর। এতে তার নাক দিয়ে রক্তও ঝরে। ঘটনার দুদিন পার হয়ে গেলেও বিষয়টি জানা ছিল না পিসিবির। দুইদিন চুপ থাকার পরে সাদাফ ও ইয়ুসরার বিরুদ্ধে বোর্ডের কাছে লিখিত অভিযোগ জানায় আয়েশা। এতে তিনজনকেই শাস্তির আওতায় এনেছে পিসিবি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নারী চ্যাম্পিয়নশিপের আর কোনো ম্যাচে অংশ নিতে পারবেন না এই তিন ক্রিকেটার।

টি-টোয়েন্টি ফরম্যাটের ওমেন্স চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে। অভিযুক্ত ক্রিকেটাররা বর্তমানে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন। সেজন্য শিগগিরই সেখানে যাবেন পাকিস্তান ওমেন্স ক্রিকেটের প্রধান তানিয়া মালিক। এরপর পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ক্রিকেটারদের ব্যাখ্যা ও তদন্ত করা হবে।

এবারের নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৬টি রাজ্য- করাচি, লাহোর, মুলতান, পেশাওয়ার, কোয়েটা ও রাওয়ালপিন্ডি। ১৭ দিনের এই টুর্নামেন্টে প্রতিটি দল ১০টি করে ম্যাচ খেলবে। যেখান শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। এই টুর্নামেন্ট ক্রিকেটারদের প্রতিভা প্রমাণে বেশ ভালো একটি সুযোগ। এতে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নেওয়া সহজ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.