ভারতের কাছে কিছু বন্ধুত্ব কৌশলগত দিক থেকে যেমন মূল্যবান, তেমনই এর রাজনৈতিক দায়ভারও অনেক বেশি। বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের সখ্যা অনেকটা তেমনই।
ক্ষমতায় থাকার ১৫ বছরে শেখ হাসিনা ভারতকে এমন কিছু দিয়েছেন, যা নয়াদিল্লি তার দিক থেকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। সেগুলো হলো স্থিতিশীলতা, যোগাযোগ এবং চীনের পরিবর্তে ভারতের সঙ্গে নিজেদের স্বার্থ সমন্বয় করতে ইচ্ছুক এক প্রতিবেশী।
বর্তমানে শেখ হাসিনা সীমান্তের ওপারে ভারতে অবস্থান করছেন। কিন্তু বাংলাদেশে একটি বিশেষ ট্রাইব্যুনাল (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল) তাঁকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই দণ্ড দেওয়া হয়েছে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে দমন–পীড়নের কারণে, যে বিক্ষোভে তিনি ক্ষমতাচ্যুত হন।
২০২৪ সালের ওই বিক্ষোভ শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এবং তাতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনের পথ সুগম হয়। আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এই সব কিছু মিলিয়েই একটি কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে। ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, কিন্তু নয়াদিল্লি তাতে সায় দেওয়ার কোনো আগ্রহ দেখায়নি। এতে কার্যত তাঁর মৃত্যুদণ্ড কার্যকর অসম্ভব হয়ে পড়েছে।
নয়াদিল্লি যে মানবিক আশ্রয় দিতে চেয়েছিল, তা এখন একটি দীর্ঘ ও অস্বস্তিকর পরীক্ষায় পরিণত হচ্ছে। আর সেটা হলো দিল্লি তার এক পুরোনো মিত্রের জন্য কত দূর যেতে ইচ্ছুক এবং এই প্রক্রিয়ায় সে কূটনৈতিক সক্ষমতার কতটুকু ব্যয় করার জন্য প্রস্তুত রয়েছে।
ভারতের সামনে চার বিকল্প
দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যানের মতে, ভারতের সামনে আকর্ষণীয় নয় এমন চারটি বিকল্প রয়েছে।
ভারত হাসিনাকে হস্তান্তর করতে পারে, ‘যা তারা সত্যিকার অর্থে করতে চায় না’। দেশটি এখন যে অবস্থানে আছে (চুপ থাকা), তা বজায় রাখতে পারে। যদিও আগামী বছর একটি নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দিল্লির জন্য এটি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।
অথবা ভারত হাসিনাকে নীরব থাকার জন্য চাপ দিতে পারে এবং তাঁকে বিবৃতি বা সাক্ষাৎকার দেওয়া থেকে বিরত থাকতে বলতে পারে। নিজের দল আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে থাকায় এমন কিছু তিনি ‘মেনে নিতে প্রস্তুত নন’। আর দিল্লিও এমন কিছু কার্যকর করবে না বলে মনে হয়।
কুগেলম্যান বলেন, অপর বিকল্পটি হলো তাঁকে আশ্রয় দেওয়ার জন্য তৃতীয় একটি দেশ খুঁজে বের করা। কিন্তু সেটাও অনেক জটিল, কারণ খুব কম সরকারই গুরুতর আইনি সমস্যা এবং নিরাপত্তার প্রয়োজন রয়েছে এমন একজন অতিথিকে গ্রহণ করতে প্রস্তুত হবে।
হাসিনাকে প্রত্যর্পণ করা অচিন্তনীয়। ভারতের ক্ষমতাসীন দল ও বিরোধী দল—উভয়েই তাঁকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দেখে। কুগেলম্যানের মতে, ‘ভারত গর্ব করে যে সে তার বন্ধুদের বিরুদ্ধে যায় না।’
এই মুহূর্তটি দিল্লির জন্য বিশেষভাবে বিব্রতকর হওয়ার কারণ হলো ভারত-বাংলাদেশ সম্পর্কের গভীরতা এবং তা অসম প্রকৃতির হওয়াটা। এই সম্পর্ক বাংলাদেশের জন্মলগ্নে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
পারস্পরিক নির্ভরশীলতা
বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আর ভারতও এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজারে পরিণত হয়েছে। গত বছর দুই দেশের মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছেছে। এই বাণিজ্যে বাংলাদেশের বড় ধরনের ঘাটতি রয়েছে। মূলত ভারতীয় কাঁচামাল, জ্বালানি ও ট্রানজিট রুটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল বাংলাদেশ।
গত এক দশকে ভারত বাংলাদেশকে ৮০০ থেকে ১০০০ কোটি ডলারের স্বল্প সুদের ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি কিছু পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, আন্তসীমান্ত রেল যোগাযোগ স্থাপন এবং ভারতীয় গ্রিড ও বন্দর থেকে বিদ্যুৎ, জ্বালানি তেল ও তরলীকৃত গ্যাস (এলএনজি) সরবরাহ করেছে। এই সম্পর্ক এমন নয় যে কোনো পক্ষই সহজে এটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারবে।
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে একটি জটিল পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে—তারা পানি, বিদ্যুৎ এবং আরও অনেক কিছুর জন্য একে অপরের ওপর নির্ভর করে। ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাভাবিকভাবে কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হবে।’
যে সরকার একসময় প্রতিটি আঞ্চলিক ফোরামে ভারতের সঙ্গে অভিন্ন অবস্থান নিত, তারা এখন বিচার বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় বাতিল করছে, ভারতীয় জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনা করছে, ভারত পরিচালিত যোগাযোগ প্রকল্পগুলোর গতি কমাচ্ছে। আর কৌশলগত অংশীদারত্বের জন্য প্রকাশ্যে বেইজিং, ইসলামাবাদ ও এমনকি আঙ্কারার দিকে ঝুঁকছে। অনেকেই বলছেন, এই বার্তা আর বেশি স্পষ্ট হওয়ার প্রয়োজন পড়ে না যে একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশী বাংলাদেশ এখন অনেক ভেবেচিন্তে এগোচ্ছে।

বৈদেশিক সম্পর্কে ভারসাম্য আনার চেষ্টা
তারপরও অনেকে মনে করেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন তার বৈদেশিক সম্পর্ককে দ্রুত ভারসাম্যপূর্ণ করার দিকে এগোচ্ছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর প্রকাশিত এক গবেষণাপত্রে রাষ্ট্রবিজ্ঞানী বিয়ান সাই বলেছেন, তাঁর দায়িত্ব পালনের প্রথম মাসগুলোতে সরকার ব্যাপক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ‘ভারত নির্ভরতামুক্ত’ করার লক্ষ্যে কাজ করেছে।
যে সরকার একসময় প্রতিটি আঞ্চলিক ফোরামে ভারতের সঙ্গে অভিন্ন অবস্থান নিত, তারা এখন বিচার বিভাগীয় অভিজ্ঞতা বিনিময় বাতিল করছে, ভারতীয় জ্বালানি চুক্তিগুলো পর্যালোচনা করছে, ভারত পরিচালিত যোগাযোগ প্রকল্পগুলোর গতি কমাচ্ছে। আর কৌশলগত অংশীদারত্বের জন্য প্রকাশ্যে বেইজিং, ইসলামাবাদ ও এমনকি আঙ্কারার দিকে ঝুঁকছে। অনেকে বলছেন, এই বার্তাটি আরও স্পষ্ট হওয়ার প্রয়োজন পড়ে না যে একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশী বাংলাদেশ এখন অনেক ভেবেচিন্তে এগোচ্ছে।
সম্পর্কের এই অবনতি জনমতেও দৃশ্যমান। ঢাকাভিত্তিক সেন্টার ফর অল্টারনেটিভসের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৭৫ শতাংশের বেশি বাংলাদেশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ককে ইতিবাচক হিসেবে দেখছেন। যেখানে দিল্লির প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন মাত্র ১১ শতাংশ, যা গত বছরের অভ্যুত্থানের পরের মনোভাবকে প্রতিফলিত করে। অনেকে শেখ হাসিনার শেষ বছরগুলোয় তাঁর ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনকে সমর্থনের জন্য নয়াদিল্লিকে দায়ী করেন এবং ভারতকে একটি কর্তৃত্বপরায়ণ প্রতিবেশী হিসেবে দেখেন।
সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক প্রায়ই ওঠানামা করলেও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক মূলত স্থিতিশীল থাকে। এমনকি একটি নতুন প্রশাসন ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ হলেও, তা স্বয়ংক্রিয়ভাবে বাণিজ্য বা বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ককে বিঘ্নিত করে না।
সরকার পরিবর্তন হলেই সম্পর্ক বদলে যায় না
অধ্যাপক ভরদ্বাজ বলেন, দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক প্রায়ই রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও টিকে থাকে। পরিসংখ্যানে দেখা যায়, ২০০১ থেকে ২০০৬ সালে যখন ‘কম বন্ধুত্বপূর্ণ’ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামায়াতে ইসলামীর সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় ছিল, তখন ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পেয়েছিল।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক আরও বলেন, ‘সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক প্রায়ই ওঠানামা করলেও অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পর্ক মূলত স্থিতিশীল থাকে। এমনকি একটি নতুন প্রশাসন ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ হলেও, তা স্বয়ংক্রিয়ভাবে বাণিজ্য বা বৃহত্তর দ্বিপক্ষীয় সম্পর্ককে বিঘ্নিত করে না।’
নয়াদিল্লির জন্য চ্যালেঞ্জ শুধু নির্বাসিত এক মিত্রকে সামলানোই নয়, বরং এমন এক প্রতিবেশীকে আস্থায় রাখা যা দেশটির নিরাপত্তার কেন্দ্রে রয়েছে। এর মধ্যে রয়েছে সন্ত্রাস দমন ও সীমান্ত ব্যবস্থাপনা থেকে শুরু করে দেশটির (ভারতের) প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রবেশের সুযোগ। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা প্রধানত অরক্ষিত ও আংশিকভাবে নদী দ্বারা বেষ্টিত। বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিরতা মানুষের বাস্তুচ্যুতি বা চরমপন্থীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ করে দিতে পারে।
ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নের শিক্ষক অভিনাশ পালিওয়াল বলেন, ‘ভারতের তাড়াহুড়া করা উচিত হবে না।’ তাঁর যুক্তি, সামনের পথচলার জন্য সামরিক বাহিনীসহ ঢাকার মূল রাজনৈতিক অংশীদারদের সঙ্গে নীরবে, ধৈর্যের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন। তিনি মনে করেন, কূটনীতিতে সময়ের প্রয়োজন হয়।
বিবিসি

















