মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করল বিমান

0
65
ভিস্তারা এয়ারলাইনসের একটি বিমান
২৪৭ জন যাত্রী নিয়ে ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল ভিস্তারা এয়ারলাইনসের একটি বিমান। তুরস্কের আকাশে থাকাবস্থায় হঠাৎই ফোন এলো, বিমানটিতে বোমা আছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানে। ফলে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।
 
তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে। জরুরি অবতরণের পর বিমানটি পুরোপুরি খালি করে খোঁজ করা হয় বোমার।
 
ভিস্তারা এয়ারলাইনস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।
 
এদিকে এ ঘটনায় বন্ধ করে দেওয়া হয় এরুজুমের আকাশসীমা। শহরটির গভর্নর মুস্তাফা সিফতসি তুর্কি বার্তাসংস্থা আনাদোলু নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.