মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন

0
101
দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর ভবনে হামলা ও আগুন দেওয়া হয়েছে। মহাখালী, ঢাকা, ১৮ জুলাই, ছবি: ভিডিও থেকে নেওয়া

কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে রাজধানীর মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থা অধিদপ্তর ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন এ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। পরে সবাই দশ তলা ভবনের ছাদে উঠে মই দিয়ে অন্য ভবনে চলে যান। অগ্নিসংযোগে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কোটা সংস্কারের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছিল। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সূত্র জানিয়েছে, বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীদের একটি মিছিল মহাখালীর আমতলী সড়ক দিয়ে তিতুমীর কলেজের দিকে যাচ্ছিল। সাড়ে চারটার দিকে আন্দোলনকারীরা প্রথমে দশ তলা ভবনটিতে ইটপাটকেল মারতে শুরু করে। প্রথমে একটি গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে ভবনের সামনে থাকা সবগুলো গাড়িতে আগুন ধরে যায়। এরপর সিলিন্ডার বিস্ফোরণে ভবনে আগুন ধরে যায়।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (গবেষণা) কাজী মো. বদরুজ্জামান বলেন, মিছিল আসার সময় মনে হচ্ছিল তাঁরা ভবনে ঢিল মেরে চলে যাবে। কিন্তু তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। তিনি বলেন, নিচতলায় আগুন লাগার পর সবাই সিঁড়ি দিয়ে ভবনের ছাদে উঠে যান। মই দিয়ে অন্য ভবন দিয়ে নিচে নামতে সক্ষম হন।

সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। তখনো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেতে পারেনি। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (পরিকল্পনা) ইউনুছ আলী বলেন, ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পারছে না আন্দোলনকারীদের জন্য। এ কারণে আগুন অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে অন্য ভবনে ছড়িয়েছে। ভবনের কাচ ভেঙে ফেলা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.